kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

সালমান এফ রহমান বললেন

বিদেশি বিনিয়োগ বাড়াবে তিন খাত

নিজস্ব প্রতিবেদক   

২২ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিদেশি বিনিয়োগ বাড়াবে তিন খাত

সালমান এফ রহমান

কৃষিভিত্তিক ব্যবসা, ডিজিটাল অর্থনীতি ও সবুজ অর্থায়ন—এই তিন খাত নতুনভাবে দেশি ও বিদেশি বিনিয়োগ আনবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষিতে বিনিয়োগের এখন অবারিত সুযোগ। আমরা দেশে বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছি যাতে করে শুধু দেশি উদ্যোক্তাই নন, পাশাপাশি বিদেশি উদ্যোক্তারাও বিনিয়োগ করতে পারেন।’ গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সমৃদ্ধি ও অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আলোচনাসভার আয়োজন করা হয়। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার সময় এখনই। বাণিজ্য সংগঠনগুলো এ জন্য নিরলসভাবে কাজ করছে। টেকসই অর্থনীতির জন্য আমাদের নতুন নতুন খাতে বিনিয়োগ বাড়াতে হবে। এর মধ্যে অ্যাগ্রো প্রসেসিং শিল্প এবং গ্রামীণ অর্থায়নের দিকে যেতে হবে।’ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমরা বিনিয়োগের পরিমাণ ও অনুকূল পরিবেশ তৈরি করেছি। এখন যে কেউ বিনিয়োগের জন্য বাংলাদেশে আসতে পারেন। কারণ আমাদের সক্ষমতা অনেক বেড়েছে।’

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম বলেন, ‘বর্তমানে জাপান, চীন, ভারতে প্রচুর রপ্তানির সম্ভাবনা রয়েছে। এটিকে কাজে লাগাতে হবে। সেই সঙ্গে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার সে প্রচেষ্টা অব্যাহত। ঠিক একইভাবে আমরা আশা করছি নতুন এই খাতেও আমরা এগিয়ে যাব। দেশি-বিদেশি ব্যাপক বিনিয়োগ পাব।’সাতদিনের সেরা