দেশে সেরা করদাতা হয়েছে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠান। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৫ জন, কম্পানি পর্যায়ে ৫৪ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টি ট্যাক্সকার্ডপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। গত বুধবার ২০২০-২১ করবর্ষের সেরা করদাতাদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১০ ডিসেম্বর ১০ সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বিজ্ঞাপন
তরুণ (৪০ বছরের নিচে) ক্যাটাগরি : আহমেদ ইমতিয়াজ খান, এস এম মঞ্জুরুল আলম অভি, মো. লুত্ফর রহমান, মো. ফয়সাল হোসেন, মো. লুত্ফর রহমান ও আনিকা তারান্নুম আনাম।
নতুন করদাতা ক্যাটাগরি : মোসাম্মদ শাহিন আক্তার, মীযানুল করীম, রোকশানা পারভীন, মো. সালাহ উদ্দিন, রাশেদা আক্তার চৌধুরী, বাঁধন বণিক ও মো. রিয়াদ উর রহমান।
খেলোয়াড় ক্যাটাগরি : বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদ উল্লাহ, তামিম ইকবাল খান ও সৌম্য সরকার।
বেতনভোগী ক্যাটাগরি : মোহাম্মাদ ইউসুফ, হোসনে আরা হোসেন, রুবাইয়াৎ ফারজানা হোসেন, লায়লা হোসেন ও এম এ হায়দার হোসেন।
প্রতিবন্ধী ক্যাটাগরি : আকরাম মাহমুদ, ডা. মো. মামুনুর রশীদ ও লুবনা নিগার।
মহিলা ক্যাটাগরি : আনোয়ারা হোসেন, শাহনাজ রহমান, সেলিনা মাহবুব, ফারহানা মোনেম ও মোরশেদা নাসরিন।