kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস

আগামী বছর ১২০ ডলারে উঠবে জ্বালানি তেল

বাণিজ্য ডেস্ক   

৫ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ঘিরে বিশ্বজুড়ে অব্যাহতভাবে বাড়ছে জ্বালানি তেলের দাম। আর এর চাপ পড়ছে নিত্যপণ্যের বাজারে। ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানি তেলের দাম আরো বাড়বে, এমনকি এর দাম ১২০ ডলারে যেতে পারে।

বিজ্ঞাপন

এক বছরের ব্যবধানে এশিয়ার বাজারে এলএনজির দাম ৫০০ শতাংশ বেড়েছে। আর আমেরিকায় বর্তমানে দাম বেড়ে সাত বছরে সর্বোচ্চ। মূলত জ্বালানি তেলের কারণেই গ্যাসের দাম বাড়ছে। ব্যাংক অব আমেরিকা বলছে, তেলের দাম আরো বাড়বে। ২০২২ সালের জুন নাগাদ ব্রেন্ট তেলের দাম বেড়ে হবে প্রতি ব্যারেল ১২০ ডলার, যা বর্তমান সময়ের চেয়ে ৪৫ শতাংশ বেশি হবে। সূত্র : সিএনএন বিজনেস।সাতদিনের সেরা