kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   

২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক বাড়লেও কমেছে অন্য সূচকগুলো। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় আছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় মাত্র ৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ ১ পয়েন্ট কমে ১ হাজার ৪৮১ পয়েন্টে আর ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ৬৪৪ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনে অংশ নেওয়া ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৬টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ।

সিএসইতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯ পয়েন্ট।সাতদিনের সেরা