kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

পুঁজিবাজারে আসছে ইসলাম অক্সিজেন

বাণিজ্য ডেস্ক   

২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ পাবলিক ইস্যু বিধি-২০১৫ অনুযায়ী বুক বিল্ডিং মেথডের মাধ্যমে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে (আইপিও) যাত্রা শুরু করেছে ইসলাম অক্সিজেন। গত সোমবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে রোড শোয়ের মাধ্যমে এই যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলাম অক্সিজেনের এমডি মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, পরিচালক মো. আজহারুল ইসলাম, সিওও বদর উদ্দিন আল-হোসাইন, কম্পানি সেক্রেটারি মো. আখতারুজ্জামান ও কম্পানির স্বতন্ত্র পরিচালক।

মার্কেট শেয়ার অর্জনের জন্য এবং বাংলাদেশের একটি স্বনামধন্য অক্সিজেন কম্পানিতে পরিণত হতে ইসলাম অক্সিজেন বিএসইসির অনুমোদন সাপেক্ষে ৯৩ কোটি টাকা নিয়ে আইপিওতে অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে ইসলাম অক্সিজেনের এমডি মো. নুরুল ইসলাম বলেন, ‘আইপিওর মাধ্যমে বাজার থেকে উত্তোলিত অর্থ দ্বারা আমরা একটি লিকুইড গ্যাস প্লান্ট ও একটি নতুন ফ্যাক্টরি বিল্ডিং স্থাপন করব।’সাতদিনের সেরা