kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

স্মল বিজ

নরসিংদীতে ৩৩ হাজার কর্মসংস্থান করেছে প্রাণ-আরএফএল

নরসিংদী প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনরসিংদীতে পথচলা শুরুর পর তিনটি কারখানায় ৩৩ হাজার লোকের কর্মসংস্থান করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। এসব কারখানায় জনবলের ৯০ শতাংশ স্থানীয়। এর মধ্যে প্রায় ২০ হাজার কর্মী নারী। এ ছাড়া বিদ্যালয়, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে প্রাণ-আরএফএল গ্রুপ। গত সোমবার নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ-আরএফএল গ্রুপের ৪০ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল এসব তথ্য জানান। তিনি বলেন, ‘প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম উদ্দেশ্য ব্যাবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান তৈরি। নরসিংদীতে আমাদের তিনটি কারখানায় শতাধিক প্রডাকশন লাইন রয়েছে। আমরা আগামী দিনে ইলেকট্রনিকস, লিফট ম্যানুফ্যাকচারিংসহ কয়েকটি খাতে আরো বিনিয়োগের পরিকল্পনা নিয়েছি। ফলে দুই বছরের মধ্যে আরো দুই হাজার লোকের কর্মসংস্থান হবে।’ তিনি আরো বলেন, “আমাদের ‘সান হেলথ কেয়ার’ এখন স্বল্প পরিসরে নরসিংদীর মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছে। ভবিষ্যতে এটি ৫০ শয্যা হাসপাতালে রূপান্তর করার কাজ চলছে, যেটি বাস্তবায়িত হলে এখানকার স্বাস্থ্যসেবায় বড় ভূমিকা রাখবে।’ এ সময় উপস্থিত ছিলেন প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্বাহী পরিচালক কমান্ডার (অব.) মো. শামছুল আলম মিয়া, মহাব্যবস্থাপক তানুল ইসলাম, ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জেনারেল ম্যানেজার ফজলে রাব্বি প্রমুখ।সাতদিনের সেরা