kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্বের খাদ্যনিরাপত্তা

১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্বের খাদ্যনিরাপত্তা

মহামারিসহ নানা রকম কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্বের খাদ্যনিরাপত্তা। এ অবস্থায় সব পক্ষকে কৃষিজাত খাদ্যব্যবস্থা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ছু তুংইয়ু। তিনি গত শুক্রবার ইতালির রোমে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে সারা বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিল ৮১ কোটি ১০ লাখ। অথচ এ সময় বিশ্বে উৎপাদিত খাদ্যের ১৪ শতাংশ নষ্ট হয় এবং ১৭ শতাংশ খাদ্য হয় অপচয়।

ছু তুংইয়ু, মহাপরিচালক, এফএওসাতদিনের সেরা