kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

স্মল বিজ

আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসপ্তাহের শেষ কর্মদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে লেনদেন নেমেছে দেড় হাজার কোটি টাকার নিচে, যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। গতকাল ডিএসইতে এক হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ২৮ জুলাই ডিএসইতে এক হাজার ৩৬০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গতকাল ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭২৪৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৮৩ পয়েন্ট বেড়েছে।

ব্লক মার্কেটে ৫০ কোটি টাকার লেনদেন : ডিএসইতে গতকাল ব্লক মার্কেটে ৩৭টি কম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কম্পানিগুলোর ৬০ লাখ ৩২ হাজার ৩৪৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৫০ কোটি ৬১ লাখ টাকা।

গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের পরীক্ষামূলক লেনদেন : ঢাকা স্টক এক্সচেঞ্জের টেডিং প্ল্যাটফর্মে বহুল প্রতীক্ষিত গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের একটি লেনদেন পরীক্ষামূলকভাবে গতকাল শেষ হয়। অনুষ্ঠানে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেনদেন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল, ব্রোকারেজ হাউস এবং বিনিয়োগকারী হিসেবে মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা ভার্চুয়ালি উপস্থিত থেকে লেনদেন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।সাতদিনের সেরা