kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

দুর্গাপূজায় ৪ দিনের ছুটি

২০০ টন অক্সিজেন বেনাপোল বন্দরে

বেনাপোল প্রতিনিধি   

১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপরিবহন খরচ কমাতে বেনাপোল বন্দর দিয়ে খালাস হলো রেলে আনা অক্সিজেন। গত সোমবার রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে অক্সিজেন এক্সপ্রেস করে আনা হয় ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন। পরে বন্দর থেকে এগুলো খালাস করা হয়। এর আগে এসব অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার সিরাজগঞ্জে খালাস করা হতো।

অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো লিন্ডে ইন্ডিয়া। এই অক্সিজেনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথি এন্টারপ্রাইজ।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেওয়া হয়েছে। বেনাপোল থেকে লিন্ডে বাংলাদেশের অক্সিজেনবাহী ট্যাংকারে খালাস করা হয়েছে।  তা ছাড়া গতকাল মঙ্গলবার সকাল থেকে ভারতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় টানা চার দিনের ছুটির কবলে পড়েছে বেনাপোল স্থলবন্দর।সাতদিনের সেরা