kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

স্মল বিজ

ওয়ালটনের ১৫তম বার্ষিক সাধারণ সভা

বাণিজ্য ডেস্ক   

৩০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেওয়ালটনের ১৫তম বার্ষিক সাধারণ সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। কম্পানির চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী এতে সভাপতিত্ব করেন। সভায় আরো উপস্থিত ছিলেন কম্পানির ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ, পরিচালক এস এম আশরাফুল আলম, এস এম মাহবুবুল আলম, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি, তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা প্রমুখ। সভায় শেয়ারহোল্ডাররা গত ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। এ ছাড়া ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতিতে কম্পানি ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।সাতদিনের সেরা