kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

ড্রাইভিং স্টার্ট-আপ মোমেনটায় ৩০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জেনারেল মোটরস

২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেড্রাইভিং স্টার্ট-আপ মোমেনটায় ৩০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জেনারেল মোটরস

ড্রাইভিং স্টার্ট-আপ মোমেনটায় ৩০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জেনারেল মোটরস। চীনে ভবিষ্যৎ মডেলগুলোয় স্বচালিত প্রযুক্তির জন্য এই বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা সংস্থাটি। জিএমের এই ঘোষণা ২০২৫ সালের মধ্যে বৈদ্যুতিক যানবাহন ও স্বচালিত যানবাহন প্রযুক্তিতে তিন হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগের একটি অংশ। মোমেনটার সিইও জুডং কাও বলেন, ‘জিএমের সঙ্গে আমরা নিরাপত্তা, সুবিধা ও দক্ষতা বাড়ানোর জন্য যৌথভাবে স্বচালিত যানবাহন প্রযুক্তিতে বিনিয়োগ করব। এ বছর নতুন প্রযুক্তিতে জোর দিচ্ছে জিএম।’

জুডং কাও, সিইও, মোমেনটাসাতদিনের সেরা