kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

‘বাণিজ্যে টেকসই ভিত্তি গড়েন বঙ্গবন্ধু’

নিজস্ব প্রতিবেদক   

২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু অর্থনৈতিক ও বাণিজ্য বৃদ্ধিতে টেকসই ভিত্তি তৈরি করে গেছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনামলে জাতিসংঘ, আংকটাড, কমনওয়েলথ, ওআইসি, আইডিবি ও জোটনিরপেক্ষ রাষ্ট্রের সদস্য পদ লাভ করে বাংলাদেশ। আর এর মাধ্যমে দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্প্রসারণের টেকসই আন্তর্জাতিক ভিত্তি দাঁড় করিয়ে দিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ গতকাল নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এমন মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। এফবিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন।সাতদিনের সেরা