kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

এশিয়ার অর্থনীতিতে বহুমাত্রিক প্রভাব ফেলবে করোনা

বাণিজ্য ডেস্ক   

২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএশিয়ার অর্থনীতিতে বহুমাত্রিক প্রভাব ফেলবে করোনা

করোনা মহামারিকে অর্থনীতিতে দীর্ঘস্থায়ী ক্ষত হিসেবে উল্লেখ করে এশিয়ার দেশগুলোকে সতর্ক করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। গতকাল বুধবার ফ্ল্যাগশিপ প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়, কভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি, ধীর টিকা কার্যক্রম এবং অর্থনীতি খোঁড়া করার লকডাউনের কারণে এশিয়ার প্রবৃদ্ধি কমবে। 

ফিলিপাইনভিত্তিক সংস্থাটির পূর্বাভাসে বলা হয়, ২০২১ সালে উন্নয়নশীল এশিয়ায় জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ৭.১ শতাংশ। এপ্রিলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল প্রবৃদ্ধি আসবে ৭.৩ শতাংশ। ২০২২ সালে প্রবৃদ্ধি আরো কমে হবে ৫.৪ শতাংশ। সংস্থার মতে, এ অঞ্চলে অর্থনৈতিক পুনরুদ্ধার হচ্ছে ভঙ্গুর। এর অন্যতম কারণ টিকা প্রদানের হার অসম হচ্ছে। আগস্ট মাসের শেষ সময় পর্যন্ত জনসংখ্যার মাত্র এক-তৃতীয়াংশেরও কম কভিড-১৯-এর বিরুদ্ধে পুরোপুরি টিকার সুরক্ষা পাবে; যেখানে একই সময়ে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশের বেশি মানুষ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৬০ শতাংশ মানুষ সুরক্ষিত।

প্রতিবেদনে বলা হয়, টিকার ধীর কার্যক্রম এবং করোনার নতুন ধরনের প্রাদুর্ভাব এশিয়ার অর্থনীতির জন্য অন্যতম বৃহৎ ঝুঁকি, যা দীর্ঘ মেয়াদে ক্ষতি রেখে যাবে। এমনকি করোনার কারণে মানুষের যে আয় কমছে তা আঞ্চলিক অর্থনীতিতে বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব ফেলবে। উন্নয়নশীল এশিয়ায় দারিদ্র্য দূরীকরণে যে উন্নতি হচ্ছিল, তা আবার পিছিয়ে পড়েছে অন্তত দুই বছরের জন্য। ফলে এ অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এলেও তা হবে ভঙ্গুর।সাতদিনের সেরা