kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সারের দাম বাড়ায় শঙ্কিত কৃষক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফরিদপুরে ইউরিয়া সারের হঠাৎ দাম বাড়ায় আমন ধান আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষক। সরকার নির্ধারিত কেজিপ্রতি ১৬ টাকার স্থলে খুচরা বাজারে আট-নয় টাকা বেশিতে বিক্রি হচ্ছে। ফরিদপুরে চলতি আমন ধান আবাদ মৌসুমে সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ হয়েছে ছয় হাজার হেক্টর বেশি। কিন্তু হঠাৎ করে খুচরা বাজারে ইউরিয়া সারের দর বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কিত জেলার কৃষক। ফরিদপুর জেলার ৯টি উপজেলায় মাসিক ইউরিয়া সারের চাহিদার তুলনায় সরবরাহ হয়েছে অর্ধেক, যে কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়তে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হযরত আলী জানান, চারা রোপণের সময় সার ও কীটনাশকের দাম স্বাভাবিক ছিল। কিন্তু কয়েক দিন আগে হঠাৎ করে খুচরা বাজারে ইউরিয়ার সারের দাম বেড়েছে। তবে এই দাম বেশিদিন থাকবে না বলে জানান এই কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, এবার আমন মৌসুমে আগস্ট মাসের ইউরিয়া সারের চাহিদা ছিল পাঁচ হাজার ২০০ মেট্রিক টন এবং সেপ্টেম্বর মাসের চাহিদা ছিল চার হাজার ৫০২ মেট্রিক টন। এর বিপরীতে সরবরাহ হয়েছে পাঁচ হাজার ৭০২ মেট্রিক টন। এদিকে কয়েকজন আমন কৃষক জানিয়েছেন, ধানের উৎপাদন খরচ আগের যেকোনো সময়ে চেয়ে এখন বেশি। এরপর যদি সারের দাম বাড়ে তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।সাতদিনের সেরা