kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও পুনরুদ্ধার অসম হবে

বাণিজ্য ডেস্ক   

২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও পুনরুদ্ধার অসম হবে

যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও প্রবৃদ্ধি কমবে। একই সঙ্গে বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার হবে অসম। এমন সতর্কবার্তা উচ্চারণ করেছে উন্নত দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। গতকাল মঙ্গলবার প্রকাশিত সংস্থার মধ্যবর্তী পূর্বাভাসে বলা হয়, এ বছর বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তবে পবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হবে।

এ বছর বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি আসবে ৫.৭ শতাংশ, যা সংস্থার আগের পূর্বাভাসের চেয়ে ০.১ শতাংশীয় পয়েন্ট কম। ২০২২ সালে প্রবৃদ্ধি আসবে ৪.৫ শতাংশ, যা সংস্থার আগের পূর্বাভাসের চেয়ে ০.১ পয়েন্ট বেশি। এ ছাড়া ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি আসবে ৬.০ শতাংশ, ইউরোজোনের আসবে ৫.৩ শতাংশ এবং বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতীর দেশ চীনের প্রবৃদ্ধি আসবে ৮.৫ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, তিন কারণে এ বছর বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সেগুলো হলো—দেশে দেশে প্রণোদনা দেওয়া, কভিড-১৯-এর টিকা প্রদান এবং অনেক দেশের অর্থনৈতিক কর্মকাণ্য পুনরায় শুরু হয়েছে। তবে বিভিন্ন দেশে করোনার ক্ষতি মোকাবেলায় সক্ষমতার তারতম্য থাকায় অর্থনেতিক পুনরুদ্ধারও অসম হবে বলে সতর্ক করেছে ওইসিডি।

সংস্থার মতে, জিডিপি প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানে অনেক দেশের মধ্যেই বড় ব্যবধান থাকবে। বিশেষ করে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোতে টিকা দেওয়ার হার অনেক কম। এ ছাড়া করোনার ডেল্টা ধরনের কারণে এখনো অনেক দেশে অনিশ্চয়তা বিরাজ করছে। সূত্র : এএফপি।সাতদিনের সেরা