kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

নবায়নযোগ্য জ্বালানি

২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আদানি গ্রুপ

বাণিজ্য ডেস্ক   

২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আদানি গ্রুপ

গৌতম আদানি

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে আগামী ১০ বছরে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ভারতীয় বিলিয়নেয়ার ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। গত সোমবার জেপি মরগান ইন্ডিয়া ইনভেস্টর সামিটে এক ঘোষণায় তিনি বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি এবং এর সহায়ক ম্যানুফ্যাকচারিং ও অবকাঠামো খাতে এই বিনিয়োগ করা হবে।’ তিনি জানান, তাঁর কম্পানি বিশ্বের সবচেয়ে সস্তা সবুজ ইলেকট্রন উৎপাদন করবে।

এর আগে আদানি গ্রুপকে ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় নবায়নযোগ্য জ্বালানি কম্পানিতে রূপান্তরের উচ্চাকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন গৌতম আদানি। আগামী চার বছরে আদানি গ্রুপ নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা তিন গুণ করার পরিকল্পনা করছে। তাদের সব ডাটা সেন্টারে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হবে। এমনকি নিয়ন্ত্রণে থাকা বন্দরকেও তারা কার্বন নির্গমনশূন্য করবে ২০২৫ সালের মধ্যে। এ সময় বিনিয়োগের ৭৫ শতাংশই ব্যয় করা হবে সবুজ প্রযুক্তিতে। এর এক সপ্তাহ আগে ভারতের সবচেয়ে বড় ধনী মুকেশ আম্বানি ঘোষণা দিয়েছেন নির্মল বিদ্যুৎ ও হাইড্রোজেন জ্বালানি উৎপাদনে তাঁর কম্পানি আগামী তিন বছরে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। সূত্র : ইন্ডিয়া টাইমস।সাতদিনের সেরা