kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

‘ট্যালেন্ট ভ্যালু প্রপোজিশন’ চালু করল ম্যারিকো

বাণিজ্য ডেস্ক   

২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসদস্যদের মান উন্নয়নে সম্প্রতি নতুন ‘ট্যালেন্ট ভ্যালু প্রপোজিশন’ (টিভিপি) চালু করেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। টিভিপির তিনটি প্রধান ভিত্তি হলো ‘গো বিয়ন্ড’, ‘গ্রো বিয়ন্ড’ এবং ‘বি দ্য ইমপ্যাক্ট’। কর্মীদের মধ্যে উদ্যোগী এবং ঝুঁকি গ্রহণের মনোভাব গড়ে তোলা ও উৎসাহিত করাই প্রথম ভিত্তি ‘গো বিয়ন্ড’-এর উদ্দেশ্য। কর্মীদের সহযোগী মনোভাব গঠন এবং প্রাতিষ্ঠানিক অন্তনিবেশ বাড়াতে উৎসাহিত করে তোলাই দ্বিতীয় ভিত্তি ‘গ্রো বিয়ন্ড’-এর উদ্দেশ্য। বিশ্ব পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পদক্ষেপ গ্রহণে উৎসাহিত ও ক্ষমতায়িত করাই টিভিপির তৃতীয় ও শেষ ভিত্তি ‘বি দ্য ইমপ্যাক্ট’-এর উদ্দেশ্য। ম্যারিকো বাংলাদেশের মানবসম্পদ পরিচালক শ্যামল কিশোর বলেন, ‘ব্যবসা এবং প্রতিভা একে অন্যের পরিপূরক। তাই এই পদক্ষেপের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’সাতদিনের সেরা