kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

প্লাস্টিকদূষণ রোধে সিভিল সোলজারসের ক্যাম্পেইন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি   

২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনীলফামারীর সৈয়দপুরে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উপলক্ষে প্লাস্টিকদূষণ রোধে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল সোলজারস। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার খেলার মাঠে ওই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে শুরুতে সংগঠনের স্বেচ্ছাসেবীদের উদ্দেশে স্বাগত ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু। এ সময় সিভিল সোলজারসের প্রতিষ্ঠাতা ও মুখ্য স্বেচ্ছাসেবক ফাহিম হিমেল, টিম লিডার শাহনেওয়াজ শুভ ছাড়াও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দি আর্থ এবং ইএমকে সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সিভিল সোলজারসের পথচলা শুরু হয়।সাতদিনের সেরা