kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

স্মল বিজ

সূচকের উত্থানে লেনদেন শেষ

নিজস্ব প্রতিবেদক   

১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসূচকের উত্থানে লেনদেন শেষ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল ডিএসইতে দুই হাজার ১০৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে সাত কোটি ৩২ লাখ টাকা বেশি। মঙ্গলবার লেনদেন হয়েছিল দুই হাজার ৯৭ কোটি ৪০ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৯৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়েছে। গতকাল ডিএসইতে মোট ৩৭৫টি কম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কম্পানির। সিএসইতে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৬৬ পয়েন্ট বেড়ে ২১ হাজার ২৪ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৭২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।

দর বাড়ার শীর্ষে ডমিনেজ স্টিল : ডিএসইতে গতকাল টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস। শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৪৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কম্পানিটি দুই হাজার ৯২৬ বারে ৭৫ লাখ ৬৬ হাজার ৫৫৩টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। গতকাল কম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৪০ শতাংশ।সাতদিনের সেরা