kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

ফারইস্টের মুখ্য নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করল আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক   

১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফারইস্টের মুখ্য নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করল আইডিআরএ

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ থেকে মোহাম্মদ হেমায়েত উল্লাহকে অপসারণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গতকাল বুধবার ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সে একটি চিঠি দিয়েছে আইডিআরএ। সে অনুযায়ী আজ ১৬ সেপ্টেম্বর থেকে তাঁকে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ থেকে অপসারণের কথা জানানো হয়।

আইডিআরএর চিঠিতে উল্লেখ করা হয়, হেমায়েত উল্লাহর বিরুদ্ধে কম্পানিটি পরিচালনার ক্ষেত্রে নানা দুর্নীতি, আর্থিক অনিয়ম, অব্যবস্থাপনা, বীমা পলিসির গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ন করা এবং বীমা পলিসির আইনের বহির্ভূত কাজ করার নানা অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, হেমায়েত উল্লাহকে তাঁর অনিয়ম ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের জন্য দায় থেকে অব্যাহতি দেওয়া হবে না। সব দায়িত্ব তাঁকেই নিতে হবে। আইডিআরএ সূত্র কালের কণ্ঠকে জানান, কয়েক বছর ধরে ফারইস্ট কম্পানি গ্রাহকের বীমা দাবি পরিশোধ করছে না। রয়েছে দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগও।সাতদিনের সেরা