kalerkantho

রবিবার । ৮ কার্তিক ১৪২৮। ২৪ অক্টোবর ২০২১। ১৬ রবিউল আউয়াল ১৪৪৩

করপোরেট কর্নার

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেকরপোরেট কর্নার

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশ ২০২০-২১ অর্থবছরে ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ সম্মাননা অর্জন করেছে। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে এ সম্মাননাপত্র গ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।


 

বিসিবিএল : বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্বয়ংক্রিয় চালান সিস্টেম (এসিএস) সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেট বিভাগের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন এবং বিসিবিএলের এমডি ও সিইও ওমর ফারুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।


 

উত্তরা মোটরস : জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) আয়োজিত ২০২০-২১ অর্থবছরে ম্যানুফ্যাকচারিং খাতে শীর্ষ করদাতা হিসেবে উত্তরা মোটরস এবং উত্তরা অটোমোবাইলস বিশেষ সম্মাননা অর্জন করেছে। উত্তরা গ্রুপ অব কম্পানিজের চেয়ারম্যান ও এমডি মতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে বিশেষ সম্মাননা ও স্মারক গ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।


 

ট্যাপ : মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রভাইডার ‘ট্রাস্ট অজিয়াটা পে’ (ট্যাপ) সম্প্রতি চারটি ব্র্যান্ডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে ‘কফি বিন অ্যান্ড টি লিফ’, ‘খাজানা’, ‘পিক অ্যান্ড পে’ এবং গো জোয়ানের সঙ্গে লেনদেনে বিশেষ সুবিধা উপভোগ করবেন ট্যাপ ব্যবহারকারীরা। সম্প্রতি অনুষ্ঠিত এ চুক্তি অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 

এফবিসিসিআই : বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে উজবেকিস্তানের চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উজবেকিস্তানের পক্ষে উপ-প্রধানমন্ত্রী সারদর উমর-যাকভ এবং বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সমঝোতা চুক্তিটি হস্তান্তর করেন।


 

ওয়ান ব্যাংক : ওয়ান ব্যাংক, ল্যাবএইড ক্যান্সার হসপিটাল ও সুপার স্পেশিয়ালিটি সেন্টারের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ল্যাবএইড ক্যান্সার হসপিটাল ও সুপার স্পেশিয়ালিটি সেন্টারের হেড অব মার্কেটিং অমিতাভ ভট্টাচার্য এবং ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।


 

এফএসআইবিএল : চট্টগ্রামের মোগলটুলিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১০০তম উপশাখা গতকাল উদ্বোধন করা হয়েছে। একই দিনে ব্যাংকের আরো চারটি উপশাখা উদ্বোধন করা হয়। উপশাখাগুলো হলো ডাকবাংলা বাজার, ঝিনাইদাহ; রাজাশন, সাভার; শিমুলতলী, গাজীপুর ও গোচরা চৌমুহনী চট্টগ্রাম। ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাগুলো উদ্বোধন করেন। সংবাদ বিজ্ঞপ্তি


 

লংকাবাংলা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে সম্প্রতি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে লংকাবাংলা ফাউন্ডেশন। লংকাবাংলা ফাইন্যান্সের এমডি ও সিইও খাজা শাহরিয়ার কর্মসূচির উদ্বোধন করেন। সাতদিনের সেরা