kalerkantho

বুধবার । ৭ আশ্বিন ১৪২৮। ২২ সেপ্টেম্বর ২০২১। ১৪ সফর ১৪৪৩

আইএমইডির স্থগিত পরীক্ষা ২৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক   

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) স্থগিত থাকা নিয়োগ পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। গত সোমবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইএমইডির আওতায় অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদে গত ১২ এপ্রিলের স্থগিতকৃত লিখিত পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আগারগাঁওয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৈধ প্রার্থীদের তালিকা আইএমইডির ওয়েবসাইটে দেওয়া আছে এবং তাঁদের বর্তমান ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে। যেসব বৈধ প্রার্থী যথাসময়ে প্রবেশপত্র পাননি, তাঁদের জন্য আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর  ডুপ্লিকেট প্রবেশপত্র ইস্যু করা হবে।সাতদিনের সেরা