kalerkantho

বুধবার । ৭ আশ্বিন ১৪২৮। ২২ সেপ্টেম্বর ২০২১। ১৪ সফর ১৪৪৩

কসোভো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক   

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির ফেডারেশন এফবিসিসিআই ও কসোভো চেম্বার অব কমার্স। গতকাল মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়া রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান। এ সময় তিনি কসোভোর অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশের সঙ্গে যৌথ মালিকানায় ওষুধশিল্পে বিনিয়োগ পেতে কসোভোর আগ্রহের কথা জানান। তিনি বলেন, ‘কসোভোকে শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তাই দেশটিতে বিনিয়োগ করলে তা এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য ইতিবাচক হবে।’ সৌজন্য সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বেশ কিছু প্রতিষ্ঠান বিদেশে কারখানা স্থাপন করলেও বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য বিদেশে বিনিয়োগের সুযোগ এখনো কিছুটা নিয়ন্ত্রিত। এ বিষয়ে শিথিলতা আনতে এফবিসিসিআই সক্রিয়ভাবে কাজ করছে।’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত গুনার ইউরিয়ার কাছে এফবিসিসিআই ও কসোভো চেম্বারের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারকের খসড়া হস্তান্তর করা হয়। এর আগে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানান এফবিসিসিআই সভাপতি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি মো. হাবিব উল্লাহ ডন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক।সাতদিনের সেরা