kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

এনআরবি ব্যাংকে ইসলামী শাখা চালু

প্রথম দিনেই ২০০ কোটি টাকার আমানত

নিজস্ব প্রতিবেদক   

১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রথম দিনেই ২০০ কোটি টাকার আমানত

ইসলামী ব্যাংকিং শাখা উদ্বোধন করেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান। ছবি : কালের কণ্ঠ

প্রচলিত ধারার পাশাপাশি ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করল এনআরবি ব্যাংক। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে পূর্ণাঙ্গ একটি ইসলামী ব্যাংকিং শাখা চালু করে প্রবাসী উদ্যোক্তা মাহতাবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই ব্যাংকটি। প্রথম দিনেই ব্যাংকটিতে সুদবিহীন লেনদেনের জন্য ২০০ কোটি টাকা আমানত গচ্ছিত রাখেন দেশের বড় বড় কয়েকজন গ্রাহক।

গুলশান ১নং গোলচত্বর থেকে বাড্ডা লিংক রোডের দিকে যেতে হাতের ডান দিকে উদয় সানজ্ ভবনের নিচতলায় চালু করা হয়েছে এনআরবি ব্যাংকের প্রথম ইসলামী ব্যাংকিং শাখা। একই ভবনের অন্যান্য ফ্লোরজুড়ে রয়েছে এনআরবি ব্যাংকের প্রধান কার্যালয়। গতকাল ব্যাংকটির নতুন প্রধান কার্যালয় ও ইসলামী ব্যাংকিং গুলশান শাখার উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান ও বিশ্বখ্যাত সুগন্ধি আল হারামাইন পারফিউমসের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান।

মাহতাবুর রহমান বলেন, ‘এই ব্যাংকে চেয়ারম্যান হয়ে আসার আগে আমি অন্য একটি ব্যাংকে ১৮ বছর পরিচালক হিসেবে ছিলাম। সেই ব্যাংকটি ছিল শরিয়াহভিত্তিক ব্যাংক। এই ব্যাংকে আসার পর সব সময় মনে হতো, কেন আমি শরিয়াহভিত্তিক ব্যাংক ছেড়ে এলাম। আমার মনে সব সময় একটি স্বপ্ন ছিল, এই ব্যাংকটিতে ইসলামী ব্যাংকিং করব। অবশেষে সেই স্বপ্ন ধরা দিয়েছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, এনসিসি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মোনেম, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মেদ ইউনুস, এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান টাতেয়ামা কবির ও মোহাম্মদ জামিল ইকবাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খন্দকার আর আমিন, অডিট কমিটির চেয়ারম্যান মো. মতিউর রহমান, পরিচালক বায়জুন এন চৌধুরী, শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রমুখ।সাতদিনের সেরা