kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

অপ্রদর্শিত অর্থ ও রেমিট্যান্স গেছে পুঁজিবাজারে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

৫ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅপ্রদর্শিত অর্থ ও রেমিট্যান্স গেছে পুঁজিবাজারে : অর্থমন্ত্রী

অপ্রদর্শিত অর্থ ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স পুঁজিবাজারে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে প্রণোদনার টাকা পুঁজিবাজারে গেছে কি না তা তিনি জানতে পারেননি বলে মন্তব্য করেছেন। গতকাল বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মন্ত্রী।

প্রণোদনার টাকা পুঁজিবাজারে গেছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘প্রণোদনার টাকা শেয়ারবাজারে গেছে কি না, তা জানতে পারিনি। তবে অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে গেছে। প্রবাসী আয়ের একটি অংশও শেয়ারবাজারে বিনিয়োগ হয়েছে। প্রণোদনার টাকা গেছে কি না তা আপনারা (সাংবাদিকরা) জেনে থাকলে আমাকে জানাবেন।’

মহামারির মধ্যে রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনার বিষয়ে ভাবতে বলেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত থাকবে। এ বিষয়ে কমবেশি হবে না। এটা আর বাড়ানো হবে না। আমার মনে হয় ২ শতাংশ প্রণোদনা ঠিক আছে।’

রেমিট্যান্সের টাকা নজরদারিতে রাখার বিষয়ে সিপিডির বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সিপিডি তো বলেছে আসবেই না। আমরা চাচ্ছি রেমিট্যান্সের টাকা বৈধ পথে আসুক। আগে বৈধ পথেও আসত, অন্যান্য পথেও আসত। এখন বৈধ পথে আসায় সিপিডির কোথায় আপত্তি আছে আমি জানি না। তারা কী দেখতে চাচ্ছে?’

তিনি বলেন, ‘রেমিট্যান্স কিছুটা কমেছে। গত বছর বেশি ছিল। এবার তুলনামূলকভাবে কিছুটা কমেছে। তবে এ সমস্যা কেটে যাবে। লকডাউনের কারণে রপ্তানি কিছুটা কমেছে। তবে সামনের দিনগুলো ভালো হবে। এখন আমাদের কাছে করোনা একমাত্র মুখ্য বিষয়। ভ্যাকসিন দেওয়াই এখন অন্যতম কাজ। এর পরে সম্ভাবনার জায়গাগুলো পূরণ করতে পারব।’

রোহিঙ্গাদের বিষয়ে বিশ্বব্যাংকের বিবৃতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। বিশ্বব্যাংক মাঝেমধ্যে আমাদের পরামর্শ দেয়। বিশ্বব্যাংক কোনো পরামর্শ দিয়ে থাকলে সব কিছু বিবেচনায় নেওয়া হয় না।’সাতদিনের সেরা