kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

বিএফআইসির সাবেক এমডি মাহমুদ মালিককে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক   

৫ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে বাংলাদেশ ব্যাংকের গঠিত কমিটির ডাকে হাজির হয়েছিলেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কম্পানির (বিআইএফসি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ মালিক। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে আসেন। তাঁর স্ত্রী হাফসা আলমকেও আসতে চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, কিন্তু তিনি উপস্থিত হননি। মাহমুদ মালিককে এক ঘণ্টার বেশি সময় নিয়ে জেরা করা হয়। বিআইএফসিতে মাহমুদ মালিকের দায়িত্বের মেয়াদে ঋণ বিতরণের অনিয়মগুলোর বিষয়ে কার কী দায়িত্ব ছিল, তা-ও জানতে চাওয়া হয়। এ সময় তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তদন্ত কমিটিকে তাঁর শারীরিক অসুস্থতার বিষয়টিও তুলে ধরেন। পরে তাঁকে আবারও আসতে হতে পারে— তদন্ত কমিটির এমন কথায় ইতিবাচক স্বীকারোক্তি দেন।সাতদিনের সেরা