kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

স্থানীয় বিনিয়োগ বেড়েছে ৪২ শতাংশ

বিডায় বিদেশি বিনিয়োগ কমেছে ৯১ শতাংশ

জানুয়ারি থেকে মার্চ তিন মাসে যৌথ ও বিদেশি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধন কমেছে ২১টি

নিজস্ব প্রতিবেদক   

৪ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিডায় বিদেশি বিনিয়োগ কমেছে ৯১ শতাংশ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে এক বছরের ব্যবধানে যৌথ ও বিদেশি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধনের সংখ্যা কমেছে ২১টি এবং বিদেশি বিনিয়োগ প্রস্তাব কমেছে ৯০.৭০ শতাংশ। তবে যৌথ ও বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের নিবন্ধন ও বিনিয়োগ কমলেও স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধনের সংখ্যা ৩৯টি বেড়েছে এবং স্থানীয় বিনিয়োগ বেড়েছে ৪১.৯৩ শতাংশ। বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

এতে আরো বলা হয়, বিডার কাছে এই তিন মাসে ৩৩০টি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধন করেছে। নিবন্ধিত এসব প্রতিষ্ঠানের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ এক লাখ ৩৮ হাজার ৮৯৬.৭৫০ মিলিয়ন টাকা। এদিকে কভিড-১৯-এর প্রভাবে গত বছরের একই সময়ের তুলনায় (জানুয়ারি-মার্চ, ২০২০) এ বছরের বিনিয়োগের পরিমাণ ৩৩ হাজার ৯২৬.৩৬৫ মিলিয়ন টাকা কমেছে। তবে গত বছরের তুলনায় এ সময়ে শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধনের সংখ্যা ৩৯টি বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় বিনিয়োগের ক্ষেত্রে এই তিন মাসে সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ২৯৯টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ এক লাখ ৩১ হাজার ৪৪৩.৪৩৩ মিলিয়ন টাকা, যা গত বছরের একই সময়ের থেকে ৩৮ হাজার ৮৩৫.৩০ মিলিয়ন টাকা বেশি। গত বছর স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ২৩৯টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ ছিল ৯২ হাজার ৬০৮.১৪৪ মিলিয়ন টাকা। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একই সময়ে ১৭টি শতভাগ বিদেশি ও ১৪টি যৌথ বিনিয়োগের জন্য নিবন্ধিত শিল্পে, অর্থাৎ বৈদেশিক বিনিয়োগসংবলিত মোট ৩১টি নিবন্ধিত শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার ৪৫৩.৩১৭ মিলিয়ন টাকা। বিগত বছরের এই তিন মাসে বৈদেশিক বিনিয়োগসংবলিত মোট ৫২টি নিবন্ধিত শিল্পের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৮০ হাজার ২০৪.৯৭১ মিলিয়ন টাকা।

এ ছাড়া এ বছর তিন মাসে স্থানীয় বিনিয়োগে কেমিক্যালস শিল্প খাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে, যা মোট স্থানীয় বিনিয়োগের ২৯.১৬ শতাংশ। সার্ভিস শিল্প খাতে ১৭.০৪ শতাংশ, ইঞ্জিনিয়ারিং শিল্প খাতে ১৫.৩৫ শতাংশ এবং কৃষিভিত্তিক শিল্প খাতে ১৫.১৯ শতাংশ বিনিয়োগ প্রস্তাব এসেছে। তিন মাসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (স্থানীয় এবং বৈদেশিক) নিবন্ধিত সর্বমোট ৩৩০টি শিল্পে মোট ৫১ হাজার ৮১৭ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।সাতদিনের সেরা