kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

দোকান খুলে দেওয়ার দাবি

হাট-বাজারে টিকার বুথ চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

২ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহাট-বাজারে টিকার বুথ চান ব্যবসায়ীরা

সংবাদ সম্মেলনে কুমিল্লা দোকান মালিক সমিতির নেতারা। ছবি : কালের কণ্ঠ

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে বঞ্চিত ব্যবসায়ীদের প্রণোদনা, দোকানপাট খুলে দেওয়াসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা দোকান মালিক সমিতি। ৫ আগস্টের পর দোকানপাট খুলে দেওয়ার দাবি করে সংগঠনটির নেতারা বলেছেন, সব দোকানপাট খুলে দিতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চল তথা হাটবাজারে বুথ খুলে টিকা গ্রহণের ব্যবস্থা করতে হবে। দোকান খোলার পর মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি, জরিমানা, এমনকি প্রয়োজনে লাঠিপেটা করতে হবে।

গতকাল রবিবার নগরীর একটি মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন। উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি আমিনুল ইসলাম, চকবাজার মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আশ্রাফ, স্টেশন রোড (উত্তর) ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল কাশেম, সাত্তার খান কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুল বকুল প্রমুখ।

আতিক উল্লাহ খোকন বলেন, ‘কুমিল্লায় ২০ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী আছে। প্রতি প্রতিষ্ঠানে লোকবল আছে চার-পাঁচজন করে। আমরা নিজেরা ঋণ করে তাদের যতটুকু সম্ভব বেতন দিচ্ছি। পুরো বেতন না পাওয়ায় অনেকে চাকরি ছেড়ে দিয়েছে। দোকানের মালামালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে গ্যাস, বিদ্যুৎ বিল, দোকান ভাড়া সব দিতে হচ্ছে। অথচ সরকার আমাদের প্রণোদনা দেয়নি। এ অবস্থায় ঘুরে দাঁড়াতে হলে একটি নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট খুলে দেওয়ার পাশাপাশি প্রণোদনার ব্যবস্থা করতে হবে।’