kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

নারীর সফলতা উদযাপনে ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ

বাণিজ্য ডেস্ক   

৩০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ এবং মঙ্গল দ্বীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় প্রথমবারের মতো অনলাইনে শুরু হয়েছে নারীদের উৎসব WOW Virtual Bangladesh। দুই দিনব্যাপী আয়োজিত এই উৎসব চলবে শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত। এই উৎসবের মূল উদ্দেশ্য নারীদের গুরুত্বপূর্ণ কথাগুলো সবার মধ্যে তুলে ধরা। অনলাইনে অনুষ্ঠিত এই উৎসবটি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, সিসিডি বাংলাদেশ এবং মঙ্গল দ্বীপ ফাউন্ডেশনের ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি প্রচারের পাশাপাশি রেডিও স্বাধীন ৯২.৪ এফএম এবং রেডিও পদ্মা নিউজ ৯৯.২ এফএমের মাধ্যমে একই সময়ে সম্প্রচারিত হচ্ছে।

উৎসবের আয়োজক মঙ্গল দ্বীপ ফাউন্ডেশনের চেয়ারপারসন ও দেশবরেণ্য অভিনেত্রী সারা যাকের বলেন, ‘ওয়াও উৎসবের বিশেষত্ব হচ্ছে, প্রতিটা কাজেই একটা সৃজনশীলতা থাকে। এই উৎসবের মাধ্যমে শুধু নারীর সফলতা নয়, পুরুষ ও নারীর একসঙ্গে এগিয়ে চলাকেও আমরা উদযাপন করছি। আমরা নারী ও পুরুষের একটা সমান বিশ্ব তৈরি করতে চাই।’