kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

স্মল বিজ

বিইএফের সভাপতি আরদাশীর কবির

বাণিজ্য ডেস্ক   

২৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিইএফের সভাপতি আরদাশীর কবির

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের নতুন সভাপতি আরদাশীর কবির ও সহসভাপতি হিসেবে সুস্মিতা আনিস নির্বাচিত হয়েছেন। আরদাশীর কবির একজন শীর্ষস্থানীয় উদ্যোক্তা। তিনি সাতগাঁও টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক, কেদারপুর টি কম্পানির একজন পরিচালক এবং বাংলাদেশ টি বোর্ডের সাবেক সভাপতি। তিনি দৈনিক সংবাদের পরিচালক ও নির্বাহী পরিচালক। এলিভেটর ও এসকেলেটরের ক্ষেত্রে তিনি লাবনী করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আয়রন সাইডের ব্যবস্থাপনা পরিচালক। সাতগাঁও অ্যাগ্রো ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক। সুস্মিতা আনিস এসিআই ফরমুলেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ২০০০ সাল থেকে তিনি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক এবং অডিট কমিটির সদস্য হিসেবে কাজ করে আসছেন।সাতদিনের সেরা