kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

স্মল বিজ

করোনায় আক্রান্ত কর্মীদের প্রণোদনা দেবে প্রাইম ইসলামী ইনস্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   

২৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কম্পানির বীমা বিপণন কাজে নিয়োজিত উন্নয়নকর্মী ও কর্মকর্তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিত্সা খরচ বাবদ ৫০ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা পাবেন। আগামী ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে। কম্পানিটির অফিশিয়াল ফেসবুক পেজে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে আরো বলা হয়, ডিভিশনাল কো-অর্ডিনেটর (ডিআইভিসি) থেকে শুরু করে জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (জেইভিপি-পিআরটি) পর্যন্ত কর্মকর্তারা চিকিত্সা খরচ বাবদ পাবেন ৫০ হাজার টাকা। আর কম্পানির ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) থেকে রিজিওনাল কো-অর্ডিনেটর (আরসি) পদের কর্মকর্তারা পাবেন ২৫ হাজার টাকা করে। প্রণোদনার সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে কম্পানিটি। শর্তের মধ্যে রয়েছে শুধু করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে কমপক্ষে এক দিন অবস্থান করা। আবার বিএম থেকে জেইভিপি (পিআরটি) পদমর্যাদার যেসব উন্নয়ন কর্মকর্তা ২০২০ সালে প্রথম বর্ষ পদবি লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ ক্রেডিট প্রিমিয়াম অর্জন করতে সক্ষম হয়েছেন এবং নিকটতম নিম্নপদস্থ সর্বোচ্চ প্রিমিয়াম অর্জনকারী কর্মকর্তা অপেক্ষা ন্যূনতম ২০ শতাংশ প্রিমিয়াম বেশি রয়েছে শুধু তাঁরাই এ সুবিধার আওতাভুক্ত হবেন।সাতদিনের সেরা