kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

স্মল বিজ

ঈদের পরও চাহিদা কমেনি টিসিবি পণ্যের

নিজস্ব প্রতিবেদক   

২৭ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঈদের আগের মতো ঈদের পর গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্য মূল্যের পণ্য বিতরণ। প্রথম দিনই ভ্রাম্যমাণ ট্রাকের পেছনে ব্যাপক ভিড় দেখা গেছে সব পয়েন্টে। ঈদের আগে যেমন মানুষের আগ্রহ ও ভিড় ছিল, গতকালও তেমনটিই দেখা গেছে। প্রতিটি ট্রাকের পেছনে তেল, চিনি ও ডাল কিনতে মানুষের দীর্ঘ সারি ছিল। প্রচণ্ড রোদে অনেককে লাইনের বাইরে ফুটপাতেও বসে থাকতে দেখে গেছে।

গতকাল তিনটি পণ্য বিক্রি হলেও তেল আর ডালের প্রতিই আগ্রহ ছিল বেশি মানুষের। ডিলাররা জানিয়েছেন, ঈদ ও লকডাউনের কারণে মানুষের ভিড় কম হবে বলে মনে করেছিলেন তাঁরা। তবে তাঁদের সে ধারণা ভুল প্রমাণ করে ট্রাক নির্দিষ্ট পয়েন্টে থামার পরই মানুষের ভিড় লেগে যায়। ঈদের আগে ১৮ জুলাই পর্যন্ত তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হয়। ঈদের আগের মতো গতকাল থেকেও সারা দেশে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। টিসিবির এবারের ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে। তবে ঈদের আগের তুলনায় পণ্য কমিয়েছে টিসিবি। বিক্রেতারা জানান, ঈদের আগে এক হাজার লিটার তেল দিলেও গতকাল ৭০০ লিটার করে তেল দেওয়া হয়েছে। ফলে তেলের প্রতিই আগ্রহ বেশি ক্রেতাদের।সাতদিনের সেরা