kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

কর্পোরেট কর্নার

২৬ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকর্পোরেট কর্নার

এফবিসিসিআই : নওগাঁ সদর হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার, ১০টি ফ্লো মিটার ও তিনটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়েছে এফবিসিসিআই। গতকাল জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. এ বি এম আবু হানিফের কাছে উপকরণগুলো হস্তান্তর করেন এফবিসিসিআইয়ের পরিচালক ও নওগাঁ চেম্বারের সভাপতি মো. ইকবাল শাহিরয়ার রাসেল

ওয়ান ব্যাংক : ওয়ান ব্যাংকের উদ্যোগে সম্প্রতি নোয়াখালীতে করোনায় ক্ষতিগ্রস্ত দুই হাজার ৯০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নোয়াখালীতে ব্যাংকের মাইজদী কোর্ট শাখার ব্যবস্থাপক শেখ এম এম রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসব সামগ্রী বিতরণ করা হয়

গেটওয়েল : প্রাণ-আরএফএলের অঙ্গপ্রতিষ্ঠান গেটওয়েল ঢাকার বিভিন্ন স্থানে সচেতনতামূলক সভা ও সার্জিক্যাল ফেস মাস্ক বিতরণ করেছে। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের সহায়তায় এবং ঢাকা রাউন্ড টেবিলের আয়োজনে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ও গুলশানে সাধারণ মানুষের মাঝে গেটওয়েল ব্র্যান্ডের মাস্ক বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংকের সিলেট জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন এএমডি মো. ওমর ফারুক খান। সংবাদ বিজ্ঞপ্তি।সাতদিনের সেরা