kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

এক মাসের জন্য টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক   

২৬ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক মাসের জন্য টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু আজ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, শোকের মাস আগস্ট এবং লকডাউনকে উপলক্ষ করে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারা দেশে তিনটি পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এতে বিক্রি করা হবে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল। গতকাল রবিবার বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, আজ সোমবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। আগামী ২৬ আগস্ট (ছুটির দিন ব্যতীত) পর্যন্ত এ কার্যক্রম চলবে। টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবে। প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবে। এ ছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে সর্বোচ্চ পাঁচ লিটার কেনা যাবে। মোট ৪৫০টি ট্রাকে মহানগরসহ সারা দেশে টিসিবির পণ্য বিক্রি করা হবে।সাতদিনের সেরা