kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

চুনারুঘাটে অনলাইন পশুর হাটে সাড়া কম

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি   

২০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহবিগঞ্জের চুনারুঘাটে সাড়া নেই কোরবানির অনলাইন পশুর হাটে। সরকার করোনা পরিস্থিতিতে এবারের ঈদে সংক্রমণ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সারা দেশে অনলাইন পশুর হাট বসানোর উদ্যোগ নেয়। দেশব্যাপী অনলাইন পশুর হাটের ব্যাপক সাড়া পাওয়ার খবর চাউর হলেও এ উপজেলায় তা তুলনামূলক কম।

চুনারুঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ জেড এম ওয়াহিদুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘অনলাইন পশুর হাট বিষয়টি এলাকায় নতুন। আমরা কোরবানির পশুর ছবি, বিক্রেতার নাম-ঠিকানা ও মোবাইল নম্বর ফেসবুক পেজে দিয়েছি। আড়াই শ পশুর ছবি আপলোড করা হয়েছে। বিষয়টি নতুন তাই সাড়া কম পাওয়া যাচ্ছে। শুধু কোরবানির ঈদে নয়, অনলাইন পশুর হাট চলমান থাকলে ক্রেতা-বিক্রেতারা উপকৃত হবেন।’ তিনি বলেন, ‘এ বছর উপজেলায় গৃহস্থবাড়ি ও খামার মিলিয়ে ১৭ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। চাহিদা আছে ১৪ হাজার পশুর।’ এদিকে অনলাইন হাটের পাশাপাশি উপজেলার স্থায়ী ও অস্থায়ী ১৪টি পশুর হাটে বেড়েছে ক্রেতাদের ভিড়। তবে সবগুলো বাজারেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এতে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, করোনা সংক্রমণ রোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবারই প্রথম উপজেলায় অনলাইন হাটে পশু বিক্রি শুরু হয়েছে।