kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

ঈদের আগে মূল্যসূচকের রেকর্ড উত্থান

নিজস্ব প্রতিবেদক   

২০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঈদের আগে মূল্যসূচকের রেকর্ড উত্থান

ঈদের আগে গতকালই ছিল শেয়ারবাজারের শেষ কার্যদিবস। আর এদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৪০০ পয়েন্ট অতিক্রম করে ইতিহাসের সর্বোচ্চ স্থানে উঠেছে, যা সূচকটি চালুর সাড়ে আট বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান। গতকাল সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ৬৪০৫ পয়েন্টে অবস্থান করছে, যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পরে সর্বোচ্চ। এর আগে সূচকটি গতকাল ৬৩৬৫.১১ পয়েন্টে অবস্থান করছিল। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে এক হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে ৫২৮ কোটি ৫৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। রবিবার লেনদেন হয়েছিল এক হাজার ৭৯৩ কোটি দুই লাখ টাকার। গতকাল ডিএসইতে মোট ৩৭২টি কম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কম্পানির। আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২০১ পয়েন্ট। সূচকটি ১৮৫৮০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ৩১৩টি কম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।সাতদিনের সেরা