kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগ

বাণিজ্য ডেস্ক   

১৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতীয় প্রতিষ্ঠান মেসার্স সিউটেক ফ্যাশন লিমিটেড চট্টগ্রাম ইপিজেডে ৯.২৬ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগে একটি তৈরি পোশাক শিল্প-কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এটি ভারতের বৃহত্তম পোশাক প্রস্তুতকারক সংস্থা শাহী এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের একটি অঙ্গসংস্থা।

বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম এবং সিউটেক ফ্যাশন লিমিটেডের পরিচালক বালাজি পাভাদাই গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি মহিলা, শিশু ও পুরুষদের জন্য বছরে ৩.৩৬ মিলিয়ন ওভেন টপ তৈরি করবে। কারখানাটিতে তিন হাজার ৩৯৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব মো. জাকির হোসেন চৌধুরী ও মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন।সাতদিনের সেরা