kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি কমে ৭.৯%

বাণিজ্য ডেস্ক   

১৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা মহামারি কাটিয়ে চীনের অর্থনীতিতে যে উড়ন্ত গতি দেখা গেছে, তা কিছুটা ধীর হয়ে পড়েছে। ভোক্তা আস্থা কমায় বছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমেছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী জুনে শেষ হওয়া বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি এসেছে ৭.৯ শতাংশ। যেখানে প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি এসেছিল ১৮.৩ শতাংশ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক দেশটি গত বছরের করোনার ক্ষতি কাটিয়ে যে উড়ন্ত পুনরুদ্ধার দেখিয়েছে তা ধীর হয়ে পড়েছে ম্যানুফ্যাকচারিং ও ভোক্তা আস্থা হ্রাস পাওয়ায়। তবে এনবিএসের মুখপাত্র লি এইহুয়া বলেন, ‘২০২১ সালের প্রথম ভাগে দৃঢ়ভাবেই এগিয়েছে চীনের অর্থনীতি। যদিও বাইরের অনেক চ্যালেঞ্জ ছিল, তা ছাড়া অভ্যন্তরীণ অসম পুনরুদ্ধারের বিষয়টিও রয়েছে। তবে স্থিতিশীল অর্থনৈতিক পুনরুদ্ধারের সুযোগ এখনো রয়েছে।’

এ বছর চীনের লক্ষ্য ৬ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন। সূত্র : এএফপি।সাতদিনের সেরা