kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

ঈদে ওয়ালটনের নতুন ৫০ মডেলের ফ্রিজ

বাণিজ্য ডেস্ক   

১৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈদে ওয়ালটনের নতুন ৫০ মডেলের ফ্রিজ

কোরবানির ঈদে নতুন অর্ধশতাধিক মডেলের ফ্রিজ বাজারে এনেছে ওয়ালটন। আবার ফ্রিজ ক্রয়ে ক্রেতাদের মিলিয়নেয়ার হওয়ার সুযোগসহ নিশ্চিত ক্যাশ ভাউচার দিচ্ছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ২৭টি নতুন মডেলসহ আপডেট ডিজাইন ও ফিচারের ফ্রিজ বাজারে ছেড়েছে ওয়ালটন। নিজস্ব কারখানায় তৈরি এসব ফ্রিজের মধ্যে আছে আইওটি বেইসড স্মার্ট রেফ্রিজারেটর, বিদ্যুৎ সাশ্রয়ী ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী সুপার কুলিং ফিচারের ফ্রিজ। সব মিলিয়ে বর্তমানে বাজারে রয়েছে ওয়ালটনের প্রায় ২০০ মডেলের রেফ্রিজারেটর, ফ্রিজার। নতুন মডেলের ওয়ালটনের এসব ফ্রিজের ধারণক্ষমতা ১২৫ থেকে ৩৬৫ লিটারের মধ্যে। এদিকে বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে সারা দেশে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১১’ চালাচ্ছে ওয়ালটন। ওয়ালটনের এসব ফ্রিজ পাওয়া যাচ্ছে ১০ হাজার ৯৯০ টাকা থেকে ৬৯ হাজার ৯০০ টাকার মধ্যে। ঈদ উপলক্ষে এই সিজনে ওয়ালটন ফ্রিজে চলছে ‘মেগা ঈদ ফেস্টিভাল’। এর আওতায় ওয়ালটনের যেকোনো মডেলের ফ্রিজ কিনলে মিলিয়নেয়ার হওয়ার বা ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া আছে নিশ্চিত ক্যাশ ভাউচার।সাতদিনের সেরা