kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

ডিএনসিসিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক   

১৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডিএনসিসিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল এফবিসিসিআই

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেছে। গতকাল রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারে সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের কাছে এসব সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, এফবিসিসিআই জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবিব উল্লাহ ডন প্রমুখ।

এ সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এফবিসিসিআইয়ের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘দেশের সংকটকালে ব্যবসায়ীরা বরাবরের মতোই মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। প্রত্যেকটি মানুষের উচিত, বিপদে মানুষের পাশে দাঁড়ানো।’ সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে আহ্বান জানান তিনি।সাতদিনের সেরা