kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

বিজিআইসির ১২% নগদ লভ্যাংশ অনুমোদন

বাণিজ্য ডেস্ক   

১৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিজিআইসির ১২% নগদ লভ্যাংশ অনুমোদন

বিজিআইসি : বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কম্পানির (বিজিআইসি) ৩৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। শুরুতে কম্পানির প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া করা হয়। সভায় সভাপতিত্ব করেন কম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ। সভায় ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে

বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কম্পানির (বিজিআইসি) ৩৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে কম্পানির প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া করেন। সভায় সভাপতিত্ব করেন কম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ।

অনুষ্ঠানে কম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুলসংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। সভায় ২০২০ সালে তাদের বর্তমান প্রায় ৫৪.০৩ কোটি টাকা মূলধনের ওপর ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।সাতদিনের সেরা