kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

কমলগঞ্জে চা শ্রমিক নেতারা

ন্যূনতম মজুরি বোর্ডের সুপারিশ বাতিলের দাবি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি   

২৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক চা শ্রমিকদের জন্য খসড়া সুপারিশ বাতিলের দাবি জানিয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু ধলই ভ্যালি। গতকাল দুপুরে উপজেলার চৌমুহনাস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনু ধলই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা। এ সময় ভ্যালির সহসভাপতি গায়ত্রী রাজভর, চা শ্রমিক নেতা সীতারাম বীন, মন্টু অলমিক, রাজিব কৈরী, প্রদীপ পালসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে খসড়া গেজেট বাতিল করে শিল্প ও চা শ্রমিকবান্ধব গেজেট প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন নেতারা।

এ ছাড়া শ্রমিক নেতারা সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে—চা শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরি প্রদান, খসড়া গেজেটের ৭ ধারা বাতিল, তফসিল ‘খ’-এর ক্রমিক নং ৩ (শিক্ষানবিশ) বাতিল, বৈশাখী ভাতা প্রদান, শ্রম আইন অনুযায়ী প্রসূতি কল্যাণ ছুটি ছয় মাস করা, ৬০ দিনের পূর্ণ মজুরির সমপরিমাণ টাকা উৎসব বোনাস হিসেবে প্রদান, গ্র্যাচুইটি, গ্রুপ বীমা ও ক্যাজুয়াল লিভ প্রদানের দাবি জানানো হয়।