kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

স্মল বিজ

ব্যবসা সম্প্রসারণে কঙ্গোর প্রতিনিধিদল আসছে আজ

বাণিজ্য ডেস্ক   

২৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের একটি প্রতিনিধিদল। সরকারি এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কঙ্গোর প্রেসিডেন্ট অফিসের পলিসি বিশেষজ্ঞ দাদও কাপানজি। এ ছাড়া সফরকারী প্রতিনিধিদলটির অন্য সদস্যদের মধ্যে থাকবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ও ইউকের অনারারি কনসাল টেনডে লুয়াবা ও রেজিডস্ক্রোর (পানিসম্পদ মন্ত্রণালয়) জেনারেল সেক্রেটারি জেন পিয়ের অতসুম্বে। সফরকালে কঙ্গোর প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন খাতের নীতিনির্ধারক ও ব্যাবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল ও অনারারি কনসাল নাজির আলম। বাংলাদেশ থেকে প্লাস্টিক, ফার্মাসিউটিক্যাল ও ফার্স্ট মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি), ব্যাংকিং সেবা আমদানিতে ও সম্প্রসারণে কঙ্গোর আগ্রহ রয়েছে। কৃষি, পানিসম্পদ, তথ্য-প্রযুক্তি ও প্রকৌশল খাতে সহযোগিতার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে দ্বিপক্ষীয় আলোচনায়।সাতদিনের সেরা