kalerkantho

শুক্রবার । ৮ শ্রাবণ ১৪২৮। ২৩ জুলাই ২০২১। ১২ জিলহজ ১৪৪২

চামড়াশিল্পে ঋণ পুনঃ তফসিলের সময় আরো তিন মাস বাড়ল

নিজস্ব প্রতিবেদক   

২৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনার কারণে সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তরিত চামড়াশিল্প প্রতিষ্ঠানের বিশেষ সুবিধার আওতায় ঋণ পুনর্গঠন ও পুনঃ তফসিল সময় আরো তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডাউন পেমেন্ট দিয়ে এই সুবিধা নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি চামড়াশিল্পের ঋণ পুনঃ তফসিল ও পুনর্গঠনের বিশেষ সুবিধা দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলার অনুযায়ী, ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণ স্থিতির ন্যূনতম ২ শতাংশ অর্থ ডাউন পেমেন্ট হিসাবে নগদে আদায় সাপেক্ষে এক্সিট সুবিধা দেওয়া যাবে। এ ক্ষেত্রে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যেসব প্রতিষ্ঠানের ঋণ স্থিতি পাঁচ কোটি টাকা পর্যন্ত, সেসব প্রতিষ্ঠানকে দায়দেনা পরিশোধের জন্য সর্বোচ্চ তিন বছর এবং যেসব প্রতিষ্ঠানের ঋণ স্থিতি পাঁচ কোটি টাকার বেশি, তাদের দায়দেনা পরিশোধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর সময় দেওয়া যাবে। পুনর্গঠন বা পুনঃ তফসিল সুবিধা গ্রহণে ইচ্ছুক গ্রাহকদের প্রথম দফায় নগদে ডাউন পেমেন্টের অর্থ পরিশোধ করে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। এরপর ৩০ জুন পর্যন্ত করা হয়। আর এখন আরো তিন মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করেছে বাংলাদেশ ব্যাংক।সাতদিনের সেরা