kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

স্মল বিজ

চা শ্রমিকবান্ধব গেজেটের দাবি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি   

২২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুলাউড়া উপজেলার লংলা ভ্যালি ক্লাব অফিসে গতকাল সোমবার নিম্নতম মজুরি খসড়া সুপারিশ বাতিলসহ শ্রমিকবান্ধব গেজেট প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভ্যালির নেতারা। সেই সঙ্গে তাঁদের নতুন আটটি দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। কুলাউড়া ও রাজনগর উপজেলার ৩৪টি চা বাগান নিয়ে লংলা ভ্যালি। সংবাদ সম্মেলনে দাবিদাওয়া নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন লংলা ভ্যালির সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামী। এ ছাড়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন লংলা ভ্যালির সভাপতি ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মহিদুল ইসলাম, সহসভাপতি বেলী রানী নাইড়ু, মহেষ রায়, মুখেশ রায় ও নন্দ লাল দাস।  শ্রমিক নেতারা জানান, গত ১৩ জুন সব শ্রেণির শ্রমিকদের জন্য ১২০ টাকা নিম্নতম মজুরির খসড়া সুপারিশ প্রকাশ করা করেছে। ২০১৯ সালের ২২ অক্টোবর নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়। প্রায় দুই বছর পর শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি হারের খসড়া প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও শ্রমিকবিরোধী খসড়া প্রকাশ করা হয়েছে বলে চা শ্রমিকরা মনে করেন।সাতদিনের সেরা