kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

মন্দ ঋণের পরিমাণ ১০ শতাংশে নামিয়ে আনবে এবি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবি ব্যাংকের সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। গতকাল সোমবার চট্টগ্রামের পাঁচতারা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে চুক্তি স্বাক্ষর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এবি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষে কম্পানির চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে এবি ব্যাংকের এমডি তারিক আফজাল বলেন, ‘ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব আমরা নেওয়ার পর ২০১৯-২০ অর্থবছরে তা কমিয়ে ১৬ শতাংশে নিয়ে এসেছি। আগামীতে তা ১০ শতাংশে নামিয়ে আনতে কাজ করছি।’সাতদিনের সেরা