kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

পাওনা পরিশোধের দাবি পাটকল শ্রমিকদের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি   

২২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবকেয়া মজুরি ও আইনসংগত সব পাওনা পরিশোধের দাবিসহ সরকারিভাবে ২৫টি বন্ধ পাটকল চালুর দাবিতে সভা করেছেন রাষ্ট্রায়ত্ত করিম ও লতিফ বাওয়ানী জুটমিলের অস্থায়ী বদলি শ্রমিকরা। গতকাল সোমবার ডেমরার কামারগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা করা হয়।

শ্রমিক নেতা মো. সিরাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাষ্ট্রায়ত্ত ২৫ জুটমিলের শ্রমিক আন্দোলনের সমন্বয়ক রুহুল আমিন। এ সময় সভায় অবিলম্বে দেশের ২৫টি বন্ধ পাটকলের অস্থায়ী বদলি শ্রমিকদের পূর্বের আইনসংগত সব ধরনের পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কাছে দাবি জানানো হয়। পাশাপাশি বন্ধ পাটকলগুলোতে পুরনো মেশিনের পরিবর্তে আধুনিক ও দ্রুত উৎপাদনমুখী স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করে নতুনভাবে যাত্রা শুরু করার আহ্বানও জানানো হয়।সাতদিনের সেরা