kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

১২২০ কোটি টাকার অবদান কোকা-কোলা বাংলাদেশের

বাণিজ্য ডেস্ক   

২২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১২২০ কোটি টাকার অবদান কোকা-কোলা বাংলাদেশের

কোমল পানীয় কম্পানি কোকা-কোলা বাংলাদেশ ২০১৯ সালেই এ দেশের অর্থনীতিতে প্রায় এক হাজার ২২০ কোটি টাকার অবদান রেখেছে। প্রতিষ্ঠানটির আর্থ-সামাজিক প্রভাব বা সোসিও-ইকোনমিক ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (এসইআইএ) রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

২০১৯ সালে কোকা-কোলা বাংলাদেশ সিস্টেমের মাধ্যমে গৃহস্থালী, ব্যাবসায়িক ও সরকারি আয়ে যুক্ত হওয়া এই আর্থিক অবদানের পরিমাণটি বাংলাদেশের মোট জিডিপির প্রায় ০.১১ শতাংশের সমান, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেখা গেছে, ভোক্তারা কোকা-কোলা ক্রয় বাবদ এক টাকা খরচ করলে প্রায় ৮৫ পয়সাই স্থানীয় অর্থনীতিতে যোগ হয়।সাতদিনের সেরা