kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

নতুন মিউচুয়াল ফান্ড আনল আইডিএলসি

বাণিজ্য ডেস্ক   

২১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য প্রতি বছরের জুন মাসের একটি প্রধান আলোচ্য বিষয় ট্যাক্স রিবেট বা কর রেয়াত। সর্বোচ্চ ট্যাক্স রিবেট এবং বিনিয়োগের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে ‘আইডিএলসি ইনকাম ফান্ড’ নামক নতুন মিউচুয়াল ফান্ড বাজারে এনেছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট। যাদের সঞ্চয়পত্রের সীমা এরই মধ্যে অতিক্রান্ত হয়ে গেছে, সর্বোচ্চ ট্যাক্স রিবেটের জন্য প্রয়োজন তুলনামূলক নিরাপদ একটি খাত এবং নিয়মিত ভালো রিটার্ন—তাদের জন্য আইডিএলসি ইনকাম ফান্ড বিবেচ্য হতে পারে।

এফডিআরে বিনিয়োগ ট্যাক্স রিবেটের জন্য প্রযোজ্য নয় এবং ডিপিএসের ট্যাক্স রিবেট পাওয়ার বিনিয়োগসীমা ৬০ হাজার টাকা। তাই ট্যাক্স রিবেটের জন্য যাদের ৬০ হাজার টাকার বেশি বিনিয়োগ প্রয়োজন, তাদের জন্য নিরাপদ বিনিয়োগ ও নিয়মিত ভালো রিটার্নের সুযোগ বিবেচনায় ‘আইডিএলসি ইনকাম ফান্ড’ প্রাধান্য পেতে পারে।