kalerkantho

সোমবার । ১৮ শ্রাবণ ১৪২৮। ২ আগস্ট ২০২১। ২২ জিলহজ ১৪৪২

বন্ধ পাটকল শ্রমিকদের দাবি আদায়ে তিন দিনের কর্মসূচি

খুলনা অফিস   

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবন্ধ পাটকলের বদলি-অস্থায়ী শ্রমিকদের নাম জটিলতা কাটিয়ে বকেয়া পরিশোধ, ২০১৯ সালের সাপ্তাহিক-মজুরি পরিশোধ ও দ্রুত রাষ্ট্রীয় উদ্যোগে ফের মিল চালুর দাবিতে তিন দিনের কর্মসূচি দিয়েছেন শ্রমিকরা। পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য ও বদলি-অস্থায়ী খুলনা-যশোর আঞ্চলিক কমিটি এই কর্মসূচি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৪ জুন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, ৩০ জুন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ ও দাবি আদায় না হলে ঢাকা থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন।সাতদিনের সেরা